ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে উত্তাল ভারতের রাজনীতি

التعليقات · 20 الآراء

ভারতে বিহার রাজ্যের ভোটার তালিকায় সর্বাত্মক সংশোধন করতে দেশের নির্বাচন কমিশন যে উদ্যোগ নিয়েছে, তার বিরুদ্ধে

যাদের আটক করা হয়েছিল তাদের মধ্যে লোকসভা ও রাজ্যসভায় বিরোধী নেতা – যথাক্রমে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গে-ও ছিলেন, তবে ঘন্টাদুয়েকের মধ্যেই তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়।

 

বিহারে নির্বাচন কমিশন সম্প্রতি ভোটার তালিকাতে যে 'এসআইআর' (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) বা বিশেষ নিবিড় পর্যালোচনা সম্পাদন করেছে, তাতে প্রায় ৬৫ লাখ নাম বাদ পড়েছে। কমিশন বলছে, হয় এরা বৈধ ভোটার নন অথবা এই সব নাম সম্পূর্ণ ভূয়া।

 

যাদের একাধিক জায়গায় ভোটার হিসেবে নাম ছিল কিংবা যারা ইতিমধ্যেই মৃত – তাদের নামও বাদ পড়েছে বলে কমিশন জানাচ্ছে।আগামী নভেম্বর মাসে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা, তার আগে ভোটার তালিকায় এই সংশোধনের প্রক্রিয়া দেশের রাজনীতিতে রীতিমতো ঝড় তুলেছে।ভোটের মাত্র দু'তিনমাস আগে এত বিপুল সংখ্যক নাম যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাদ দেওয়া হয়েছে, বিরোধী দলগুলো তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।বিহারের ক্ষেত্রে বিশেষ করে চারটি সীমান্তবর্তী জেলায় বহু মুসলিমের নাম বাদ পড়েছে বলেও কংগ্রেস বা আরজেডি-র অভিযোগ, তবে নির্বাচন কমিশন যেহেতু বাদ পড়া ভোটারদের নাম প্রকাশ করেনি তাই এই দাবির সত্যতা যাচাই করা কঠিন।

 

এদিকে, আগামী বছর পশ্চিমবঙ্গ বা তামিলনাডুর মতো যে সব রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা, সেখানেও ভোটার তালিকায় 'এসআইআর' করা হবে বলে কমিশন সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে – ওই সব রাজ্যে তৃণমূল বা ডিএমকে-র মতো যে সব দল ক্ষমতায় আছে, তারাও এর বিরোধিতা করছে।

التعليقات