'ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক নিজে প্লট না নিলেও মা, ভাই,বোনকে পাইয়ে দিতে প্রভাব খাটিয়েছেন'

Comments · 29 Views

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক বাংলাদেশে আয়কর রিটার্ন ?

তিনি আরও জানান, "পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের মা, ভাই, বোনকে প্লট পাইয়ে দিতে নিজের খালা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন টিউলিপ সিদ্দিক।"

 

আজ বুধবার সকাল দশটা ৫০ মিনিটে শেখ হাসিনার বোন রেহানা সিদ্দিকসহ তার তিন ছেলেমেয়ের বিরুদ্ধে ৩০ কাঠার প্লট দুর্নীতি সংক্রান্ত পৃথক তিন মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের তিনজন কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন।

 

ঢাকার বিশেষ জজ আদালত - ৪ এর বিচারক রবিউল আলম তাদের জবানবন্দি গ্রহণ করেছেন।দুদকের আইনজীবী মি. হাসান পরে সাংবাদিকদের বলেন, "টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার হিসেবে বিশেষ ক্ষমতার অধিকারী হয়ে তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর প্রভাব ও চাপ প্রয়োগ করে তার মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও বোন আজমিনা সিদ্দিক বরাবরে পূর্বাচল নতুন শহরের ডিপ্লোমেটিক জোনে প্লট প্রাপ্তির ব্যবস্থা করে দিয়েছেন।"তবে টিউলিপ সিদ্দিক ওই প্রকল্পে নিজের জন্য প্লট নেননি বলে জানান মি. হাসান।

 

এ সংক্রান্ত "নেসেসারি এভিডেন্স সাক্ষ্য প্রমাণে আদালতে যথাসময়ে দাখিল করা হবে" উল্লেখ করে মি. হাসান জানান, তদন্তের সময় দুদক টিউলিপ সিদ্দিকের যেসব নথি পেয়েছে সেগুলোতে বাংলাদেশের ঠিকানা পাওয়া গেছে। ওই ঠিকানায় তাকে সমন পাঠানো হয়েছে।

 

এদিকে, টিউলিপ সিদ্দিক এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।

 

এর আগে দ্য গার্ডিয়ান পত্রিকাকে তিনি বলেছিলেন, মুহাম্মদ ইউনূস ও শেখ হাসিনার মধ্যে বিরোধে তিনি ক্ষতিগ্রস্ত। কোনো সমন পাননি বলেও জানিয়েছেন তিনি।

 

দুর্নীতির অভিযোগ ওঠার পর গত জানুয়ারিতে যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড ও হাইগেটের এই এমপি ব্রিটিশ মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

 

এদিকে, টিউলিপ সিদ্দিকের অভিযোগ সম্পর্কে এক প্রশ্নের উত্তরে দুদকের আইনজীবী মি. হাসান বলেছেন, "টিউলিপ সিদ্দিক বাংলাদেশে আয়কর রিটার্ন দাখিল করেছেন। তার বাংলাদেশের ঠিকানা আছে। সেই ঠিকানায়ই তার সমন পাঠানো হয়েছে। এমনকি ভোটার লিস্টেও তার নাম আছে।"

 

তবে আসামি পলাতক থাকায় এসব মামলায় সাক্ষীদের জেরা করার কোনো সুযোগ ছিল না।

Comments