বিশ্ব গাড়ি বিক্রির র‍্যাঙ্কিং: এগিয়ে টয়োটা, হোঁচট খেল টেসলা

Comentarios · 20 Puntos de vista

২০২৫ সালে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকায় শীর্ষস্থান দখল করেছে টয়োটা করোলা। যদিও এ বছর বিক্রি ??

২০২৫ সালে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকায় শীর্ষস্থান দখল করেছে টয়োটা করোলা। যদিও এ বছর বিক্রি কমেছে, তবুও অন্য মডেলগুলোকে পেছনে ফেলে নতুনভাবে শীর্ষে উঠে এসেছে এই জনপ্রিয় মডেলটি।

অন্যদিকে বৈদ্যুতিক গাড়ির বাজারে আলোড়ন তোলা টেসলা মডেল ওয়াই সবচেয়ে খারাপ পারফরম্যান্স দেখিয়ে তিন ধাপ পিছিয়ে ৪ নম্বরে নেমে গেছে।

 

বিশ্বের ১৬২টি দেশের সর্বশেষ নিবন্ধিত গাড়ির তথ্যের ভিত্তিতে তৈরি হয়েছে এ র‍্যাঙ্কিং। তালিকায় পেট্রল ও ডিজেলচালিত গাড়ির আধিপত্য থাকলেও বৈদ্যুতিক গাড়ির উপস্থিতি ক্রমেই বাড়ছে। তবে টেসলা ও চীনের বিওয়াইডি এ বছর কিছুটা ধাক্কা খেয়েছে। চার্জিং অবকাঠামো ও বৈশ্বিক সাপ্লাই চেইনের সমস্যার কারণে তাদের বিক্রি প্রত্যাশার তুলনায় কমেছে। এসব তথ্য জানিয়েছে গাড়ির বিষয়ক তথ্য প্রদানিকারী মাধ্যম ‘ফোকাস টু মুভ’।

২০২৫ সালের প্রথমার্ধে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকায় শীর্ষে উঠে এসেছে টয়োটা করোলা। এক ধাপ এগিয়ে শীর্ষে আসলেও এই মডেলের বিক্রি আগের তুলনায় ৮ দশমিক ৪ শতাংশ কমেছে। দ্বিতীয় স্থানে অবস্থান করছে টয়োটা রাভ৪, যা এক ধাপ এগিয়ে এসেছে এবং বিক্রি কমেছে ৭ দশমিক ৪ শতাংশ।

তৃতীয় স্থানে আছে ফোর্ড এফ-সিরিজ, যা এক ধাপ এগিয়ে সামান্য বেড়ে ০ দশমিক ৫ শতাংশ বিক্রি দেখিয়েছে। বৈদ্যুতিক গাড়ির অন্যতম জনপ্রিয় মডেল টেসলা মডেল ওয়াই তিন ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে, যেখানে বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে ২৬ দশমিক ৯ শতাংশ। হোন্ডা সিআর-ভি পঞ্চম স্থানে রয়েছে এবং এর বিক্রি কমেছে ৩ দশমিক ৯ শতাংশ।

ষষ্ঠ স্থানে আছে হুন্ডাই টাকসন, যা এক ধাপ এগিয়ে বিক্রি কমেছে ৩ দশমিক ১ শতাংশ। শেভ্রোলেট সিলভেরাডো এক ধাপ পিছিয়ে সপ্তম স্থানে অবস্থান করছে এবং এর বিক্রি কমেছে ১৪ দশমিক ৩ শতাংশ। আট নম্বরে আছে টয়োটা ক্যামরি, যা দুই ধাপ এগিয়ে এসেছে এবং বিক্রি বেড়েছে ২ দশমিক ৫ শতাংশ। নবম স্থানে অবস্থান করছে টয়োটা হাইলাক্স, যেখানে বিক্রি সামান্য বেড়েছে ০ দশমিক ৫ শতাংশ। দশম স্থানে এসেছে কিয়া স্পোর্টেজ, যা এক ধাপ পিছিয়ে বিক্রি কমেছে ৬ দশমিক ২ শতাংশ।

শীর্ষ ১০ তালিকায় দেখা যাচ্ছে, টয়োটার বিভিন্ন মডেল প্রথমার্ধে বাজারে শক্ত অবস্থান বজায় রেখেছে, তবে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয় মডেল টেসলার বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে।

তালিকায় চীনা ব্র্যান্ড জিলি চমক দেখিয়েছে। তাদের মডেল জিলি জিংইউয়ান ১৫তম স্থানে উঠে এসেছে, যা গতবারের তুলনায় অবিশ্বাস্যভাবে ২ হাজার ৬৬ ধাপ এগিয়ে। এ অগ্রগতি প্রমাণ করছে বৈশ্বিক বাজারে চীনা গাড়ির দ্রুত উত্থান।

বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির বাজার ধীরে ধীরে বড় হচ্ছে। তবে চার্জিং অবকাঠামোর ঘাটতি এবং সরবরাহ চেইনের সমস্যা টেসলা ও বিওয়াইডির মতো ব্র্যান্ডগুলোর গতি কিছুটা শ্লথ করেছে। তবুও আগামী কয়েক বছরে এ সেক্টরে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

Comentarios