সমকালের প্রধান শিরোনাম, 'ভোটে তিন ক্যাম্পাস সরগরম, 'নড়বড়ে' ছাত্রদল নীরব'

Mga komento · 12 Mga view

প্রতিবেদনে বলা হচ্ছে, ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসগুলো ??

বিভিন্ন ছাত্র সংগঠন প্যানেল গঠন ও প্রচারে ব্যস্ত থাকলেও বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল এখনো নীরব।

 

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর ছাত্রদলকে সবচেয়ে বড় সংগঠন হিসেবে দেখা হলেও নির্বাচনে তাদের তৎপরতা চোখে পড়ছে না।

 

তারা নির্বাচন পেছানোর দাবি ও কিছু সংস্কারের শর্ত তুলেছে, তবে সেসব মানা না হলেও ভোটে অংশ নেবে বলে জানিয়েছে।

 

আওয়ামী লীগ আমলে দীর্ঘ দমনপীড়নের কারণে ছাত্রদলের সাংগঠনিক দুর্বলতা তৈরি হয়। ৫ আগস্টের পরও তারা পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি।

 

বর্তমানে তারা ক্যাম্পাস কমিটি করছে, তবে অনেক জ্যেষ্ঠ নেতার ছাত্রত্ব শেষ হওয়ায় তারা প্রার্থী হতে পারছেন না।

 

নতুন কমিটি নিয়ে দ্বন্দ্বও তৈরি হয়েছে, যা প্যানেল গঠনে বাধা দিচ্ছে। তিন ক্যাম্পাসেই কিছু মধ্যম সারির নেতা আগ্রহ দেখালেও মনোনয়ন নিশ্চিত না হওয়ায় প্রচারণা শুরু হয়নি।

 

ডাকসুর ভোট হবে ৯ই সেপ্টেম্বর, জাকসুতে ১১ই সেপ্টেম্বর এবং রাকসুতে ১৫ই সেপ্টেম্বর। দীর্ঘ বিরতির পর এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে।

 

নব্বইয়ের দশকে তিনটি বিশ্ববিদ্যালয়েই জিতেছিল ছাত্রদল, কিন্তু এবার তারা দৃশ্যমানভাবে পিছিয়ে আছে।

 

এদিকে স্বতন্ত্র প্রার্থী, ইসলামী ছাত্রশিবির ও বাম সংগঠনগুলো ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়ে প্রচারণায় নেমেছে।

Mga komento