ভালো স্বামী বানাতে সেনেগালে কাজ করে যাচ্ছে ‘স্কুল ফর হাসবেন্ডস’

Bình luận · 3 Lượt xem

জাতিসংঘের উদ্যোগে আফ্রিকার দেশ সেনেগালে চালু রয়েছে একটি ব্যতিক্রমধর্মী স্কুল, যেখানে পুরুষদের শেখানো হয় ক??

জাতিসংঘের উদ্যোগে আফ্রিকার দেশ সেনেগালে চালু রয়েছে একটি ব্যতিক্রমধর্মী স্কুল, যেখানে পুরুষদের শেখানো হয় কীভাবে একজন সহানুভূতিশীল ও দায়িত্বশীল স্বামী হওয়া যায়। ‘স্কুল ফর হাজবেন্ডস’ নামের এই স্কুলটি পুরুষদের পারিবারিক ও স্বাস্থ্য সচেতন আচরণে উৎসাহিত করে।

Bình luận