২০ দিন পর ইরানে ঢুকলো আন্তর্জাতিক বিমান

Komentari · 63 Pogledi

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের জেরে ২০ দিন বন্ধ থাকার পর ইরানে আবারও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়েছ

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের জেরে ২০ দিন বন্ধ থাকার পর ইরানে আবারও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা ফ্লাইদুবাই–এর এফজেড১৯৩০ নম্বরের ফ্লাইটটি ইরানের সবচেয়ে বড় এই বিমানবন্দরে অবতরণ করে। এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর ইরানের আকাশসীমা আবারও ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে আইআরএনএ জানিয়েছে, আন্তর্জাতিক রুটে বিমান চলাচলের ফলে দেশটির বিমান পরিবহন খাতে স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েলের বিমান হামলা এবং ইরানের আকাশসীমা জুড়ে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকির কারণে দেশটির সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেয়।

আইআরএনএ-র বরাতে আরও জানানো হয়, ইরানের বেশিরভাগ বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে, যদিও ইস্পাহান এবং তাবরিজ শহরের বিমানবন্দরগুলো এখনও বন্ধ রয়েছে। এছাড়া ইরানের আকাশপথ আন্তর্জাতিক ট্রানজিট ফ্লাইটের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

Komentari