নাসা কেন চাঁদে পারমাণবিক চুল্লি বানাতে চায়?

Mga komento · 16 Mga view

নাসা কেন চাঁদে পারমাণবিক চুল্লি বানাতে চায়?

নাসা কেন চাঁদে পারমাণবিক চুল্লি বানাতে চায়?

নাসা বহু বছর ধরেই মহাকাশে পারমাণবিক শক্তি নিয়ে কাজ করছে ও তহবিল দিচ্ছে। এবার কাজের নির্দিষ্ট সময়সীমা বা তারিখ ঠিক করে দিয়েছে সংস্থাটি– এটিই নতুন বিষয়।

গত সপ্তাহে চাঁদে পারমাণবিক চুল্লি বানানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী সিন ডাফি। সাই-ফাই প্রেমী হিসেবে ভবিষ্যতে চাঁদে স্থায়ী বসতির জন্য পারমাণবিক শক্তির ব্যবহার কল্পনা করা গেলেও আগামী পাঁচ বছরের মধ্যে চাঁদে একশ কিলোওয়াটের পারমাণবিক চুল্লি বাসাবে নাসা– এ ধারণা এক সময় আসলেই হাস্যকর মনে হত।

তবে বিজ্ঞানীরা বলছেন, এ ধারণা মোটেও অবাস্তব নয়।

“বিষয়টি নিয়ে এত হইচই হচ্ছে কেন, আমি বুঝতেই পারছি না,” ফোনে খানিকটা বিরক্তির আভাস দিয়ে বললেন অধ্যাপক ভব্য লাল। তার ক্যারিয়ারের গতিপথ বুঝতে পারলে লালের বিরক্তির কারণ খানিকটা বোঝা যায়। লাল নিজের পেশাগত জীবনের বড় একটা অংশই ব্যয় করেছেন মহাকাশে

Mga komento