‘অনৈতিক সম্পর্কে বাধা দেওয়ায় মা-মেয়েকে পেটালো যুবক’

تبصرے · 34 مناظر

পটুয়াখালীর মহিপুরে এক যুবকের বিরুদ্ধে পারিবারিক শালীনতা ভঙ্গ করে প্রতিবেশী গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়

পটুয়াখালীর মহিপুরে এক যুবকের বিরুদ্ধে পারিবারিক শালীনতা ভঙ্গ করে প্রতিবেশী গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে। এ সম্পর্ক ফাঁস হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রতিবাদকারী দুই নারীকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পূর্ব ডালবুগঞ্জ গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ডালবুগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম আল আমিন দীর্ঘদিন ধরে প্রতিবেশী এক গৃহবধূর সঙ্গে গোপন সম্পর্ক চালিয়ে আসছিলেন। স্বামী ঢাকায় থাকার সুযোগে প্রায়ই ওই নারীর বাসায় যেতেন তিনি। গত সোমবার (৩০ জুন) রাতে আল আমিন ওই বাড়ি থেকে বের হচ্ছিলেন, তখন প্রতিবেশী রেজবানু বিষয়টি দেখে ফেলেন এবং জিজ্ঞাসাবাদ করেন। এ ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে আল আমিন তার সহযোগীদের সঙ্গে নিয়ে রেজবানু ও তার মা গোলবানুর ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলায় গোলবানুর পায়ে কোপ লাগে এবং দু’জনই আহত হন। পরে তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রেজবানু বলেন, ওই রাতে আমি বাড়ির সামনেই ছিলাম। হঠাৎ দেখি আল আমিন পাশের বাড়ি থেকে বের হচ্ছে। জানতে চাইলে সে অপমানিত বোধ করে এবং দুই দিন পরই আমাদের মারধর করে।

অভিযুক্ত ছাত্রদল নেতা আল আমিন অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কারও সঙ্গে আমার এ ধরনের কোনো সম্পর্ক নেই এবং কাউকে আক্রমণও করিনি।’

এ প্রসঙ্গে মহিপুর থানা ছাত্রদলের সদস্য সচিব রেজাউল ইসলাম রেজা বলেন, ‘বিষয়টি আমরা আগে জানতাম না। খোঁজ-খবর নিচ্ছি। যদি সত্যতা পাওয়া যায়, তাহলে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ হালদার জানান, এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

تبصرے