ইক্যুইটির (শেয়ার) মাধ্যমে বাংলাদেশে নতুন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনতে পারলে ১.৫ শতাংশ প্রণোদনা দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে এ উদ্যেগ নেওয়া হচ্ছে। দেশে কিংবা প্রবাসে বসবাসরত যে কোনো বাংলাদেশি এই প্রণোদনা পেতে পারেন। এই উদ্যোগের ফলে বাংলাদেশে ফ্রেশ ইক্যুইটিতে এফডিআই প্রবাহ বাড়বে বলে আশা করা হচ্ছে।
Tìm kiếm
Bài viết phổ biến