জ্যোতি মালহোত্রা ওরফে জ্যোতি রানির ইউটিউবে ‘ট্রাভেল উইথ জো’ নামে একটি চ্যানেল রয়েছে। গত মে মাসে তাকে হরিয়ানার হিসার থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, জ্যোতি পাকিস্তানের হাইকমিশনার এহসান-উর-রহিম দানিশের সঙ্গে যোগাযোগ করতেন এবং অন্তত দুইবার প্রতিবেশী দেশটিতে ভ্রমণ করেছেন।
হিসার পুলিশ তাদের চার্জশিটে জানিয়েছে, মালহোত্রা দীর্ঘদিন ধরে গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত। চার্জশিটে রাষ্ট্রদূত রহিমের সঙ্গে তার যোগাযোগের পাশাপাশি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রতিনিধি শাকির, হাসান আলী ও নাসির দিলনের সঙ্গেও তার যোগাযোগ ছিল বলে উল্লেখ করা হয়েছে।
চার্জশিটে মালহোত্রার পাকিস্তান সফরের কথাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, গত বছরের ১৭ এপ্রিল তিনি পাকিস্তান ভ্রমণ করেন এবং ১৫ মে ভারতে ফিরে আসেন। এর ২৫ দিন পর ১০ জুন তিনি চীন ভ্রমণে যান এবং জুলাই মাস পর্যন্ত সেখানেই ছিলেন। এরপর তিনি নেপালেও ভ্রমণ করেন।