কলম্বিয়ায় পুলিশের একটি হেলিকপ্টারে ড্রোন হামলা এবং একই দিনে একটি সামরিক বিমানঘাঁটির কাছে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দুই ঘটনায় আহত হয়েছেন আরও ৫৮ জন। দেশটির কর্তৃপক্ষ ঘটনাগুলোকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেছে, যদিও এ দুটির মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
جستجو کردن
پست های محبوب