এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের হুমকি ভারতের

コメント · 56 ビュー

বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব করেছে ভারত। ভারত সরকারের একটি ব

বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব করেছে ভারত। ভারত সরকারের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নয়াদিল্লি বলেছে, গাড়ি ও কিছু অটো পার্টসের ওপর ওয়াশিংটন যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, তার প্রভাব পড়বে ভারতের ২৮৯ কোটি ডলারের রপ্তানি পণ্যের ওপর।

ভারত সরকার WTO-তে জমা দেওয়া একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ভারত এ ধরনের প্রতিকূল বাণিজ্যিক প্রভাবের প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।’

নোটিফিকেশন অনুসারে, যুক্তরাষ্ট্র এই শুল্কের মাধ্যমে বছরে প্রায় ৭২৫ মিলিয়ন ডলার রাজস্ব আদায় করছে। এর প্রতিক্রিয়ায় ভারতও যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর সমপরিমাণ শুল্ক আরোপের পরিকল্পনা করছে।

তবে ভারত এখনো নির্দিষ্টভাবে জানায়নি, কোন কোন পণ্যের উপর এই পাল্টা শুল্ক আরোপ করা হবে কিংবা সেই শুল্কের হার কত হবে।

উল্লেখযোগ্যভাবে, ৯ জুলাই'র মধ্যে ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তি না হলে ভারত থেকে আমদানি হওয়া সব পণ্যের উপর ২৬% শুল্ক আরোপ করা হবে।

এই প্রেক্ষাপটে ভারত কিছু মার্কিন দাবির বিষয়ে নমনীয়তা দেখালেও, কৃষি ও দুগ্ধ খাত পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে এখনো আপত্তি রয়েছে।

コメント