আজারবাইজানে এরদোয়ান-পেজেশকিয়ানের বৈঠক, যেসব আলোচনা হলো

코멘트 · 52 견해

আজারবাইজানের খানকেন্দি শহরে অনুষ্ঠিত ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশন (ইকো) সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিলিত হ

আজারবাইজানের খানকেন্দি শহরে অনুষ্ঠিত ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশন (ইকো) সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিলিত হন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। খবর আনাদোলু এজেন্সির

গতকাল শুক্রবার (৪ জুলাই) অনুষ্ঠিত এই বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে এক বিবৃতিতে জানিয়েছে তুরস্কের যোগাযোগ অধিদপ্তর।

বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান ইরানি সমকক্ষকে বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় তুরস্ক ও ইরানের পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী হওয়া উচিত।

তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতিকে টেকসই স্থিতিশীলতায় রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন এবং বিরোধ নিষ্পত্তিতে সংলাপ ও আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এরদোয়ান জানান, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তুরস্ক দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছে—প্রয়োজনে মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করতে পারে।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, বিশেষ করে বাণিজ্যের ক্ষেত্রে, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হলে তা উভয় দেশের জন্যই সুফল বয়ে আনবে।

বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে উপস্থিত ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত, পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আবদুলকাদির উরালওগ্লু, যোগাযোগ পরিচালক ফাহরেত্তিন আলতুন এবং প্রেসিডেন্টের পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক প্রধান উপদেষ্টা আকিফ চাগাতায় কিলিচ।

코멘트