‘গণ-অভ্যুত্থান দলগুলোর সামনে সঠিক নীতি গ্রহণের চ্যালেঞ্জ হাজির করেছে

মন্তব্য · 16 ভিউ

গণঅভ্যুত্থান সব রাজনৈতিক দলের সামনে সঠিক নীতি গ্রহণের চ্যালেঞ্জ হাজির করেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্??

গণঅভ্যুত্থান সব রাজনৈতিক দলের সামনে সঠিক নীতি গ্রহণের চ্যালেঞ্জ হাজির করেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শনিবার (২৩ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

জোনায়েদ সাকি বলেন, ‘শিক্ষায় এমন বিনিয়োগ দরকার যেন শিক্ষার্থীরা দশ বছর পর দেশ ও দেশের বাইরে একজন দক্ষ পেশাজীবী হিসেবে তৈরি হতে পারে। সেই মানসম্পন্ন শিক্ষার বিনিয়োগ যদি আমরা নিশ্চিত করতে পারি, জনগণই এ দেশের চাকা বদলে দেবে। সেই জায়গাটা আজকে রাষ্ট্রের পলিসি হওয়া দরকার। সেই পলিসিতে যাওয়ার রাজনৈতিক দল তৈরি হবে কি না? সেই পলিসি নিতে পারে এমন রাজনৈতিক দল ক্ষমতায় যাবে কি না? অভ্যুত্থান সব রাজনৈতিক দলের সামনে এই চ্যালেঞ্জ হাজির করেছে।’ 

তিনি বলেন, ‘বিএনপি বড় রাজনৈতিক দল। দীর্ঘ সময় ক্ষমতায় ছিল। এ কথা বিএনপির নেতারাও বলেন যে, অভ্যুত্থান পরিস্থিতি বদলে দিয়েছে। আগের অবস্থান আর নেই। নতুন বাস্তবতার সাথে খাপ খাওয়াতে না পারলে যে কোনো সময় প্রাসঙ্গিকতা হারাতে পারে।

সাকি বলেন, ‘একটা গুড অর্থনীতি হলো, আপনি যদি দেশের মধ্যে বাজার বৃদ্ধি করতে চান,  দেশের ভেতর চাহিদা বৃদ্ধি করতে চান, তাহলে একজন লোক যত লাখো কোটি টাকার মালিকই হোক, সে কতটা কনজিউম করবে?  আপনি যদি পোশাক শ্রমিকের বেতন ৫ হাজার বাড়ান, কৃষকের ফসলের দামটা ন্যায্যভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন, তার যে ক্রয় ক্ষমতা বাড়ে সারাদেশে তার যে চাহিদা তৈরি হয়, তার ভিত্তিতে যে শিল্প কারখানায় উৎপাদনক্ষেত্র তৈরি হয়, সেটা অর্থনৈতির গতিকে যে দ্রুততম সময়ের মধ্যে বদলে দেয়, সেই নীতি আমরা প্রণয়ন করতে পারি না।’  

তিনি বলেন, ৫৪ বছর পর আমাদের দাবি করতে হচ্ছে, ইউনিয়ন পর্যয়ে ফসলের ক্রয় কেন্দ্র খোলেন। কৃষকরা ফসলের দাম পাচ্ছে না। পোশাক শ্রমিকের বেতন বাড়া মানে পুরো অর্থনীতির চাকা ঘোরা।  

সাকি বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, যারা আসলে মেহনতি মানুষ, যারা সম্পদ সৃষ্টি করে, যারা রাষ্ট্রের নীত ও পরিকল্পনায় অন্তর্ভুক্ত হয় না, নীতি পরিকল্পনাগুলো তাদের নামে হয়, জনগণের নামে হয়; কিন্তু তাদের যে অংশীদারিত্ব, ন্যায্য প্রাপ্য সেই সব বিষয়গুলো বিবেচনার সর্বনিম্ন জায়গায় থাকে। সেই সব কথা বিবেচনা করে আমরা দল গঠন করি।’

মন্তব্য
অনুসন্ধান করুন