১৯৭৫ সালে মুক্তি প্রাপ্ত ক্লাসিক থ্রিলার ‘জস’ আবারও ফিরছে বড় পর্দায়। কিংবদন্তি নির্মাতা স্টিভেন স্পিলবার্গের ছবিটি চলতি বছরের ২০ জুন মুক্তির পঞ্চাশ বছর পূর্ণ করেছে। অর্ধশতাব্দী পূর্তি উপলক্ষে আগামী ২৯ আগস্ট বিশেষ আয়োজনের মধ্য দিয়ে মুক্তি পাচ্ছে ছবিটি।
بحث
منشورات شائعة