শেখ হাসিনার বক্তব্য প্রচারে সরকারের সতর্কতা, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন

Yorumlar · 19 Görüntüler

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে দেশের গণমাধ্যমকে সতর্ক করে বি??

শুক্রবার সরকারের ওই বিবৃতিতে বলা হয়েছে, "বিধিনিষেধ অমান্যকারী যেকোনো সংবাদমাধ্যম বাংলাদেশের আইনের অধীনে আইনি জবাবদিহিতার আওতায় পড়বে।"

 

সরকারের এমন অবস্থানকে স্ববিরোধীতা বলছেন সিনিয়র সাংবাদিক এবং বিশ্লেষকদের অনেকেই। এমনকি এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলছেন তারা।

 

তারা বলছেন, এই সিদ্ধান্ত গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের সামিল। একদিকে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হচ্ছে, অন্যদিকে নানাভাবে নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করা হচ্ছে।শেখ হাসিনার 'বিদ্বেষমূলক বক্তব্য' প্রচারে আগেই নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত। কিন্তু এই বিবৃতির মাধ্যমে সরকার নিজেও এখন সরাসরি এই পদক্ষেপের অংশ হয়ে গেলো বলেও মনে করেন বিশ্লেষকদের অনেকে।সরকারের এই পদক্ষেপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার সিদ্ধান্তেরও মিল দেখছেন অনেকে।

 

অবশ্য রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমানের বক্তব্য-বিবৃতি সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা সংক্রান্ত আগের সব নির্দেশনা প্রত্যাহার করেছে হাইকোর্ট।

Yorumlar