প্রতি মাসে গাজায় ১৩ জন সাংবাদিক নিহত হচ্ছেন: আল জাজিরা

মন্তব্য · 2 ভিউ

গত ২২ মাসের যুদ্ধকালে ইসরায়েলি হামলায় প্রায় ২৭০ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন — অর্থাৎ প্রতি ম

গত ২২ মাসের যুদ্ধকালে ইসরায়েলি হামলায় প্রায় ২৭০ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন — অর্থাৎ প্রতি মাসে গড়ে ১৩ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। মনিটরিং সংস্থা শিরিনডটপিএস এর বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। শিরিনডটপিএস ওয়েবসাইটটির নামকরণ করা হয়েছে আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলাহ-এর নামে, যাকে ২০২২ সালে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী গুলি করে হত্যা করে।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (CPJ) জানিয়েছে, গত ৭ অক্টোবর ২০২৩ থেকে সাংবাদিক হত্যাকাণ্ড ও আটকের ঘটনা গাজায় এক ভয়াবহ সংবাদশূন্যতা তৈরি করেছে, যার ফলে সম্ভাব্য যুদ্ধাপরাধের অনেক তথ্যই অদলিখিত থেকে যাবে।

গত জুন মাসে,কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসএবং একাধিক সংবাদমাধ্যম একটি খোলা চিঠি প্রকাশ করে, যেখানে বলা হয় যে, গাজার বাইরের সাংবাদিকরা যাদের ওপর নির্ভর করতেন, সেসব ফিলিস্তিনি সাংবাদিক প্রতিনিয়ত নানা ধরনের হুমকি ও ঝুঁকির মুখে রয়েছেন। চিঠিতে বলা হয়, ‘তারা শুধুমাত্র তাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য — অর্থাৎ সত্যের সাক্ষ্য দেয়ার জন্য — জীবন ঝুঁকির মধ্যে ফেলছেন।’

আন্তর্জাতিক নিন্দার পরও, সাংবাদিকদের লক্ষ্য করে হামলা অব্যাহত রয়েছে। এদিকে, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে:

‘ইসরায়েল শুধু সাংবাদিকদের হত্যা করছে না, বরং সাংবাদিকতাকেই আক্রমণ করছে — গণহত্যার প্রমাণ সংগ্রহে বাধা দিয়ে।’

মন্তব্য
অনুসন্ধান করুন