ড. ইউনূসের কারণে শুল্ক ইস্যুতে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ: প্রেস সচিব

Mga komento · 7 Mga view

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রে ব্যক্তি পরিচিতি থাকায় শুল্ক ইস্যুতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রে ব্যক্তি পরিচিতি থাকায় শুল্ক ইস্যুতে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৩ আগস্ট) ‘মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

প্রেস সচিব বলেন, ‘শুল্ক কমিয়ে ২০ শতাংশে আনার বিষয়ে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল অন্তর্বর্তী সরকার।

তিনি আরও বলেন, নেগোশিয়েশনের সময় অন্যান্য মার্কেটের সঙ্গে প্রভাব কী হবে, সেটা মাথায় রেখেই দর-কষাকষি করা হয়েছে।

শফিকুল আলম বলেন, শুল্ক আরও কমানোর চেষ্টা অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামনে সম্পর্ক আরও উন্নত হবে। এতে মার্কিন বাজারে রপ্তানি আরও বাড়বে এবং অর্থনীতি আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Mga komento