রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনীয় ড্রোন হামলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে একটি সহায়ক (অক্সিলিয়ারি) ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয় এবং কেন্দ্রটির একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা হ্রাস পায় বলে কেন্দ্রটির প্রেস সার্ভিস জানিয়েছে।
রোববার (২৪ আগস্ট) রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সক্ষমতা কমে গেছে বলে।
ইউক্রেন সীমান্তের কাছে অবস্থিত কুরস্ক পারমাণবিক কেন্দ্রের ও পর এক ড্রোন হামলায় একটি সহায়ক ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কেন্দ্রটির তৃতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ৫০ শতাংশ কমে যায়।
একই সময়ে, আরেকটি ড্রোন হামলায় উস্ত-লুগায় অবস্থিত নোভাটেকের জ্বালানি রফতানি টার্মিনালে আগুন লাগে। এই হামলাগুলো রাশিয়ার জ্বালানি অবকাঠামোর ওপর ইউক্রেনের ক্রমবর্ধমান চাপের ইঙ্গিত দেয়।
সূত্র: রয়টার্স।