নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

Kommentarer · 1 Visningar

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন নতুন ধরনের দু’টি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষার তদারকি করেছে??

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন নতুন ধরনের দু’টি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষার তদারকি করেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)। এই পরীক্ষার মাধ্যমে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার জবাবে সামরিক সক্ষমতার সম্প্রসারণ প্রদর্শন করেছেন তিনি।

কেসিএনএ জানিয়েছে, স্থানীয় সময় শনিবারের (২৩ আগস্ট) এই পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে, নতুন ক্ষেপণাস্ত্রগুলো ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো আকাশপথের হুমকিগুলো প্রতিরোধে কার্যকর। কিম এ সময় প্রতিরক্ষা বিজ্ঞানীদের কাছে কিছু ‘গুরুত্বপূর্ণ’ দায়িত্ব অর্পণ করেন, যা আগামী বছরের শুরুতে প্রত্যাশিত একটি বড় রাজনৈতিক সম্মেলনের আগে প্রস্তুতির অংশ হতে পারে।

প্রতিবেদনে ক্ষেপণাস্ত্রগুলোর ধরন বা পরীক্ষাটি কোথায় সম্পন্ন হয়েছে—সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি। কিম ওয়াশিংটন বা সিউলের প্রতি কোনো মন্তব্য করেছেন কি না, তাও উল্লেখ করা হয়নি।

এই পরীক্ষার সময়ই নতুন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট লি জে মিউং টোকিও সফর করছেন, যেখানে তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে এক শীর্ষ বৈঠকে অংশ নেন। সেখানে উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা এবং যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ত্রিপাক্ষিক অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার করেন—যার লক্ষ্য হলো উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিসহ অন্যান্য যৌথ চ্যালেঞ্জ মোকাবিলা করা।

লি রোববার (২৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি শীর্ষ বৈঠকে অংশ নিতে ওয়াশিংটনের উদ্দেশে যাত্রা করবেন। এদিকে, কিমের সরকার সিউল এবং ওয়াশিংটনের পক্ষ থেকে পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি হ্রাস করার লক্ষ্যে আলোচনায় ফিরে আসার আহ্বান বারবার প্রত্যাখ্যান করেছে।

Kommentarer