রাশিয়া-আজারবাইজানকে অপূরণীয় ক্ষতির বার্তা এরদোয়ানের

Komentari · 62 Pogledi

রাশিয়া ও আজারবাইজানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে

রাশিয়া ও আজারবাইজানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি সতর্ক করেছেন, এই উত্তেজনা যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তবে তা অঞ্চলটির স্থিতিশীলতা নষ্ট করতে পারে এবং মস্কো ও বাকুর সম্পর্কের মধ্যে ‘অপূরণীয় ক্ষতি’ ডেকে আনতে পারে।

আজারবাইজান সফর শেষে দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, ‘আমরা চাই না এই উত্তেজনা এমন কোনো মোড়ে গিয়ে পৌঁছাক, যা দুই দেশের সম্পর্ক নষ্ট করে দেয়।’

তিনি আরও বলেন, রাশিয়া ও আজারবাইজান উভয় দেশের মধ্যেই এমন প্রজ্ঞা ও দূরদৃষ্টি রয়েছে, যার মাধ্যমে তারা এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে সক্ষম। তুরস্ক সবসময়ই কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেবে।

এরদোয়ান উল্লেখ করেন, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও এ বিষয়ে অত্যন্ত সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা নিচ্ছেন।

জাঙ্গেজুর করিডর নিয়ে আশাবাদ

আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তিচুক্তি প্রসঙ্গে এরদোয়ান বলেন, এই চুক্তি অঞ্চলটির জন্য এক নতুন ও ঐতিহাসিক সুযোগের জানালা খুলে দিয়েছে। বিশেষ করে জাঙ্গেজুর করিডর পশ্চিম আজারবাইজানকে নাখিচেভান অঞ্চলের সঙ্গে যুক্ত করবে। এটি কেবল আজারবাইজানের নয়, পুরো অঞ্চলের জন্যই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

এরদোয়ান বলেন, তুরস্ক জাঙ্গেজুর করিডরকে একটি ‘ভূ-অর্থনৈতিক বিপ্লবের’ অংশ হিসেবে দেখে। প্রথমদিকে আর্মেনিয়া এই করিডরের বিরোধিতা করলেও এখন তারা আরও নমনীয় মনোভাব দেখাচ্ছে এবং অর্থনৈতিক সংহতির পথে এগিয়ে আসছে।

তিনি জানান, এই শান্তিচুক্তির কূটনৈতিক কাঠামো ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং ব্রাসেলস, মস্কো ও ত্বিবিলিসিতে ২০২৪ সালের শেষ দিকে অনুষ্ঠিত বৈঠকে চুক্তির চূড়ান্ত পাঠে সম্মতি দেওয়া হয়েছে।

জাঙ্গেজুর করিডর হবে তুরস্কের কার্স-ইগদির-নাখিচেভান রেললাইনের সঙ্গে যুক্ত। এটি যা যাত্রী ও পণ্য পরিবহনের গতিশীলতা বাড়াবে। এই করিডর শেষ হলে তুরস্ক থেকে কেন্দ্রীয় এশিয়া ও চীনে পণ্য আরও দ্রুত পৌঁছাবে এবং চীন থেকে ইউরোপগামী পণ্যও তুরস্ক হয়ে যাবে।

এরদোয়ান জানান, আজারবাইজান ও ইরাক উভয় দেশই এই প্রকল্পকে জোরালো সমর্থন দিচ্ছে।

Komentari