টাকা দিয়ে কি অ্যাওয়ার্ড কেনা যায় রে স্বপ্না...

Kommentarer · 9 Visninger

অভিনেত্রী শবনম পারভীন একটি আয়োজন থেকে আজীবন সম্মাননা পাচ্ছেন। সেই ছবি পোস্ট করেছেন। সেখানে একজন মন্তব্য করে?

অভিনেত্রী শবনম পারভীন একটি আয়োজন থেকে আজীবন সম্মাননা পাচ্ছেন। সেই ছবি পোস্ট করেছেন। সেখানে একজন মন্তব্য করেছেন, ‘কত টাকা দিয়ে কিনে নিচ্ছ পুরস্কারটা?’ তার উত্তরে শবনম পারভীন লিখেছেন, ‘টাকা দিয়ে কি অ্যাওয়ার্ড কেনা যায় রে স্বপ্না, যদি যায় তুমি আমার একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড কিনে দাও।

ভণ্ড’ ছবিতে নায়ক রুবেলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে জনপ্রিয়তা পান নায়িকা তামান্না হুদা। বর্তমানে সুইডেনে থাকেন। তিনি ছবিটি পোস্ট করে লিখছেন, ‘সামার ভ্যাকেশনে, আমি এখনো একটি ভালো সময়ে রয়েছি।’

Kommentarer