' ভোটযুদ্ধে প্রাণবন্ত ক্যাম্পাস ' যুগান্তর পত্রিকার প্রথম পাতার শিরোনাম।

Kommentarer · 6 Visninger

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ভোটযুদ্ধে প্রাণবন্ত হয়ে উঠেছে গোটা ক্যাম্পাস।

গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে প্রার্থীদের পদচারণা ছিল চোখে পড়ার মতো। প্রতিটি প্যানেল বৈচিত্র্যময় থিমকে প্রাধান্য দিয়ে শিক্ষার্থীদের কাছে টানার চেষ্টা চালাচ্ছে।

 

এবারের ডাকসু নির্বাচনে ৪৭১ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। এর মধ্যে ভিপি পদে ৪৫, জিএস ১৯ ও এজিএস পদে ২৫ জন লড়বেন।

 

নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের আটটি ভোটকেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং হলগুলোয় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

 

এছাড়াও নির্বাচনে 'স্ট্রাইকিং ফোর্স' হিসাবে থাকবে সেনাবাহিনী।

 

এদিকে নির্বাচনি প্রচারণা উপলক্ষ্যে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট কর্তৃক চারুকলায় স্থাপিত দুটি ব্যানার ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

 

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

 

তবে ছাত্রী হলে রাত ১০টার পর প্রচারণায় নিষেধাজ্ঞা রয়েছে। প্রচারণা চালানোর ক্ষেত্রে মানতে হবে কড়া আচরণবিধি। সাত সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রচারণা এবং ভোট হবে নয় সেপ্টেম্বর।

Kommentarer