মিঠুন চক্রবর্তী আমাকে চা বানিয়ে খাওয়ালেন : আঁখি আলমগীর

Bình luận · 42 Lượt xem

মিঠুন চক্রবর্তীর দারুণ ভক্ত বাংলাদেশি গায়িকা আঁখি আলমগীর। এমনটা নিজেই জানালেন কণ্ঠশিল্পী। মিঠুনের সঙ্গে দে

মিঠুন চক্রবর্তীর দারুণ ভক্ত বাংলাদেশি গায়িকা আঁখি আলমগীর। এমনটা নিজেই জানালেন কণ্ঠশিল্পী। মিঠুনের সঙ্গে দেখা হয়েছিল, বলিউড অভিনেতা তাকে চা বানিয়ে খাইয়েছিলেন।

আঁখি বললেন, ছোট বেলায় আমার খুবি পছন্দের নায়ক ছিলেন মিঠুন চক্রবর্তী, টম ক্রুজ।

 
এখনও। তবে দুজন কে দুই রকমের পছন্দ। গতকাল ছিল মিঠুন চক্রবর্তীর জন্মদিন। তাই ভাবলাম ছবিগুলো শেয়ার করি।
 
উনি বাংলাদেশে যখন আসেন তখন আমি বেশ ছোট। ঢাকা ক্লাবে মিঠুনের অনারে ডিনার পার্টিতে আব্বু আমাদের নিয়ে যাবে বললো। আমরা সব রেডি। আব্বু ও রেডি।
 
কিন্তু হঠাৎ আব্বুর কোন মুভি ডিরেক্টর বাসায় এসে বললেন পরের দিনের শুটিংয়ের কিছু পরিবর্তন আছে তাই এখনি স্ক্রিপ্ট নিয়ে বসতে হবে। আব্বুর কাছে অবশ্যই সেটা বেশি গুরুত্বপূর্ণ তাই আমাদের আর মিঠুন দর্শন হয়নি। তবে সেদিন কিন্তু আমার ভীষণ মন খারাপ হয়েছিলো। গোপনে কান্নাও করেছিলাম। 

 

এর বহু বছর পর মিঠুনের সঙ্গে দেখা হয়েছিল জানিয়ে বললেন, এরপরে কত্ত বছর পরে (সম্ভবত ২০০৬) লন্ডনে একই মঞ্চে আমরা পারফর্ম করি।

 
গ্রিন রুমে গল্প শুনলাম ওনার, সবার সাথে উনার সলো ছবি আমিই তুলে দিলাম কারণ আমি সব সময় ভালো ক‍্যামেরা ক‍্যারি করতাম। আমি যে উনার কত বড় ফ‍্যান এবং ওনার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সব মুভি, অখ‍্যাত বাট দুর্দান্ত গল্প এবং অভিনয়ের সব মুভি আমার দেখা,নিউ মার্কেট থেকে উনার পোস্টার কিনে ঘরে টাঙিয়ে রাখা, এসবের কিছুই সেদিন বলিনাই।

 

\

আরো পড়ুন
বাংলাদেশের ছবিতে অভিনয় করে সুপারস্টার হয়ে ওঠেন বলিউডের এই অভিনেতা

বাংলাদেশের ছবিতে অভিনয় করে সুপারস্টার হয়ে ওঠেন বলিউডের এই অভিনেতা

 

চা খাওয়ানোর গল্প শোনালেন আঁখি আলমগীর। তিনি বলেন, ওগুলো কম হয় আমাকে দিয়ে। কুশল বিনিময় আর আব্বুকে শুভেচ্ছা জানাতে বললেন। আমি মুভি করতে আগ্রহী কিনা, কেন করিনা তা জানতে চাইলেন। দায়সারা উত্তর দিয়ে কোনায় বসে ছিলাম। উনি আমাকে চা বানিয়ে খাওয়ালেন গ্রিন রুমে। প্রিয় অভিনেতার সাথে একি স্টেজে পারফর্ম করছি সেই আনন্দ আমাকে আপ্লুত করে রেখেছিল।

সে সময়ের কথা উল্লেখ করে বাংলাদেশি গায়িকা বললেন, ছবি গুলো আজ সেই মুহূর্তের চেয়েও দামি মনে হচ্ছে। আসিফ ভাই , মৌসুমী আপা, মান্না ভাই , আমিসহ সেই কনসার্টে সাবিনা ইয়াসমিন, সামিনা চৌধুরী সহ আরো অনেক শিল্পী ছিলেন । দূর্দান্ত একটা শো হয়েছিল। মধুর সব স্মৃতি।

 
 
Bình luận