কী আছে ঈদের আলোচিত দুই নাটকে

Comments · 40 Views

‘মিথ্যা বলা মহাপাপ’—ছোটবেলা থেকেই এ নীতিবাক্য আমরা শুনে আসছি। অথচ জীবনের অনেক মোড়ে এসে দেখি, মিথ্যা নয়; বরং স

‘মিথ্যা বলা মহাপাপ’—ছোটবেলা থেকেই এ নীতিবাক্য আমরা শুনে আসছি। অথচ জীবনের অনেক মোড়ে এসে দেখি, মিথ্যা নয়; বরং সত্যই মাঝেমধ্যে বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আবার এমনও হয়, কাউকে কষ্ট না দিতে গিয়ে সত্য লুকিয়ে ফেলি। পরে সেই লুকানো সত্যই আমাদের ভেতরে অপরাধবোধ তৈরি করে। এ সত্য-মিথ্যার টানাপোড়েনের মধ্যেই সম্পর্ক তৈরি হয়, আবার ভেঙেও যায় অনেক সময়।

 
 

এ সত্য-মিথ্যার টানাপোড়েন, সম্পর্কের দ্বিধা ও ব্যক্তিগত সংকট নিয়ে নির্মিত হয়েছে দুটি নাটক—‘সত্য বলা মহাপাপ’ ও ‘ক্ষতিপূরণ’। বাংলাদেশি নাটকের গল্পে যখন গভীরতার ঘাটতির অভিযোগ, তখন এই দুই নাটক ব্যতিক্রমই বলতে হবে। গল্প, সংলাপ, নির্মাণ ও অভিনয়ের মাধ্যমে আমাদের জীবনের গভীর অথচ সাধারণ অনুভবগুলোকে নিখুঁতভাবে তুলে ধরেছে নাটক দুটি।

‘সত্য বলা মহাপাপ’ নাটকের পোস্টার। ইয়াশের ফেসবুক থেকে
‘সত্য বলা মহাপাপ’ নাটকের পোস্টার। ইয়াশের ফেসবুক থেকে

মজার ব্যাপার হলো এই দুই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। যিনি তাঁর অভিনয় দিয়ে প্রতিনিয়ত নিজেকে ভেঙে গড়ে তুলছেন। চলুন জেনে নেওয়া যাক কী আছে এই দুই নাটকে।

 

‘সত্য বলা মহাপাপ’
রাফাত মজুমদারের পরিচালনায় নির্মিত ‘সত্য বলা মহাপাপ’ নাটকে আমাদের চেনা জগতের এক অদ্ভুত বাস্তবতা তুলে ধরা হয়েছে। যেখানে মিথ্যার চেয়ে বড় হয়ে ওঠে সত্য। একজন বিক্রয়কর্মীর পেশাগত চাপ, ব্যবসার মুখোশে ঢেকে রাখা মিথ্যা এবং এ মিথ্যার ছায়া কীভাবে তার প্রেম ও পারিবারিক জীবনে প্রভাব ফেলেছে, সেই গল্পই উঠে এসেছে এ নাটকটিতে।

ইয়াশ রোহানের অভিনয় নাটকটিকে যেন এক আয়নায় পরিণত করেছে। তাঁর চোখের ভাষা, সংলাপের টান—সবকিছুই বাস্তব বলে মনে হয়। আইশা খান প্রেমিকার চরিত্রে ছিলেন বিশ্বাসযোগ্য। বিশেষ করে আবেগঘন দৃশ্যগুলোয় তাঁর অভিনয় ছিল স্বাভাবিক ও স্পর্শকাতর। দেখতে দেখতে মনে হয়, যেন আমাদেরই চেনা কেউ!
এ নাটকের সবচেয়ে বড় শক্তি হলো সংলাপ। ‘এই পৃথিবীতে কেউ সত্য কথার মূল্য দেয় না! সত্য বলা এখন মহাপাপ’, ‘সত্যের জয় দেরিতে হলেও হয়’,  ‘মিথ্যা কথা ফল শত মিষ্টি হোক না কেন, দিন শেষে কিন্তু বিষাক্তই হয়।’ এ সংলাপগুলো নাটক শেষ করার পরও মনে থাকে।

‘ক্ষতিপূরণ’
মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ক্ষতিপূরণ’ অন্য রকম এক আবেগ নিয়ে হাজির হয়েছে। এখানে গল্পের মূল বিষয় থাকে ব্যক্তিগত ক্ষতি ও তার মানসিক প্রতিফলনে। একজন যুবকের দৃষ্টিভঙ্গি, তার মা, সমাজ ও জীবনের প্রতি তার দায়বদ্ধতা এসব বিষয়ই ফুটিয়ে তোলা হয়েছে নাটকটিতে।

আরও পড়ুন

ইয়াশ রোহান এখানে নিজের চরিত্রের মধ্যে মিশে গেছেন নিঃশব্দে। মালাইকা চৌধুরীর অভিনয়ে কিছুটা ঘাটতি থাকলেও তাঁর উপস্থিতি নাটকের ভারসাম্য ধরে রাখতে সাহায্য করেছে। নাটকের একটি সংলাপ ছিল বিশেষভাবে মনে রাখার মতো, ‘আমার প্রফেশনাল রিলেশনশিপের কারণে পার্সোনাল রিলেশনশিপ ভুলে যাই। কিন্তু প্রফেশনাল লাইফের ক্ষতি সামলে নেওয়া যায়। আর পার্সোনাল লস (ক্ষতি) কখেনা পূরণ হয় না।’
নাটক দুটি ইউটিউবে আছে। চাইলে দেখে নিতে পারেন।

‘ক্ষতিপূরণ’ নাটকের পোস্টার। ফেসবুক থেকে
‘ক্ষতিপূরণ’ নাটকের পোস্টার। ফেসবুক থেকে
Comments