প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের দেখা করার তথ্য আমার জানা নেই: আইন উপদেষ্টা

Comentarios · 27 Puntos de vista

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের দেখা করার বিষয়ে " কোনো তথ্

আজ সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের তথ্য প্রচার করা হচ্ছে।

 

মি. নজরুল বলেন, “ আর্মি চিফ প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন, এ ধরনের কোনো তথ্য আমার জানা নাই। আমি দুই একটা পত্রিকায় দেখেছি, অনলাইনে এটা নিয়ে নানান গুজব, গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব, গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই।”

 

এখন পর্যন্ত অবশ্যই এটা গুজব এবং এ সম্পর্কিত কিছু তিনি জানেননা বলে জানান এই উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধান মাঝে মাঝেই দেখা করেন বলেও জানান তিনি।

 

জুলাই আন্দোলনের গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি রাজনৈতিক দলগুলোর বিচার – বিবেচনার প্রতি আস্থা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

 

মি. নজরুল বলেন, “ এর আগেও তাদের মধ্যে মতবিরোধ হয়েছে এবং তা শেষও হয়েছে। আমি মনে করি বিভিন্ন ব্যাপারে তাদের মধ্যে মত ভিন্নতা থাকতে পারে প্রয়োজনীয় মুহূর্তে আমরা তাদের মধ্যে ঐক্য দেখতে পারবো।”

Comentarios