হঠাৎই শিক্ষাঙ্গনে অস্থিরতা, এর কী প্রভাব পড়তে পারে দেশের রাজনীতিতে?

Reacties · 4 Uitzichten

চলতি সপ্তাহে ঢাকায় দুইটি রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ ঘিরে রাজনীতিতে অস্থিরতার মধ্যে হঠাৎই উত্তপ্ত হয়ে উঠেছে ?

এসব ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন বা কি কারণে এমন অশান্ত হয়ে উঠলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো।

 

দেশের রাজনীতিতে নানা ইস্যুতে অস্থির পরিস্থিতির মধ্যে ক্যাম্পাসগুলোও অশান্ত হয়ে ওঠার বিষয়গুলো নিয়ে নানা আলোচনা ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে।

 

বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষের পর ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় এখনো ১৪৪ ধারা বলবৎ রয়েছে।এদিকে, তিন দফা দাবিতে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ও সংঘর্ষের জের ধরে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা ও আবাসিক হল খালি করার ঘোষণার পরও অনড় অবস্থানে শিক্ষার্থীরা।আর রাকসু নির্বাচনে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে ছাত্রদলের আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

 

দেশের বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ভিন্ন ভিন্ন ইস্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো অশান্ত হয়ে যাওয়ার বিষয়কে একেবারেই বিচ্ছিন্ন মনে করছেন না বিশ্লেষকরা।

 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন অবস্থায় দেশের রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হতে পারে।

 

বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রওনক খান বিবিসি বাংলাকে বলেছেন, "গণঅভ্যুত্থানের পর ক্যাম্পাসগুলোর অস্থিতিশীলতার প্রভাব আগে যেভাবে জাতীয় রাজনীতিতে পড়তো, এখন তার চেয়ে কয়েকগুণ বেশি পড়বে"।

Reacties