কারিনাকে গোপনে বিয়ে করেছিলেন রণবীর কাপুর!

Комментарии · 39 Просмотры

বলিউড মানেই গ্ল্যামার, আর সেই গ্ল্যামারের মূলে থাকা অন্যতম রাজকীয় নাম কাপুর ফ্যামিলি। বহু প্রজন্ম ধরে একের প??

বলিউড মানেই গ্ল্যামার, আর সেই গ্ল্যামারের মূলে থাকা অন্যতম রাজকীয় নাম কাপুর ফ্যামিলি। বহু প্রজন্ম ধরে একের পর এক তারকার জন্ম দিয়ে এই পরিবার হয়ে উঠেছে হিন্দি সিনেমার অবিচ্ছেদ্য অংশ। তবে রূপালি পর্দার সাফল্যের পাশাপাশি নিন্দুকদের নজর থেকেও কখনোই রেহাই মেলেনি তাদের। রাজ কাপুর-নার্গিসের প্রেমকাহিনি হোক কিংবা ঋষি কাপুর ও নিতু সিংয়ের সম্পর্ক, সব কিছুই বারবার এসেছে আলোচনায়। এমনকি কারিশমা ও কারিনা কাপুরও ছিলেন গসিপের কেন্দ্রবিন্দুতে। কাপুর পরিবার মানেই যেন আলো, অন্ধকার আর রহস্যে মোড়ানো এক বলিউড কিংবদন্তি।

তবে সবাইকে যেন টেক্কা দিয়েছেন রণবীর কাপুর। এখন তিনি আলিয়া ভাটের বাধ্য স্বামী হলেও, রণবীরের প্রেমকাব্যে কখনও সোনম কাপুর, তো কখনও দীপিকা পাড়ুকোন, তো আবার ক্যাটরিনার এন্ট্রি নিয়ে নানা  কাহিনি! তবে বলিউডের হট প্লেবয় রণবীর কিন্তু আলিয়ার সঙ্গে সংসার করে সুখেই রয়েছেন। তবে জানেন কি? ছোটবেলায় কাজিন কারিনাকে গোপনে বিয়ে করেছিলেন রণবীর! নাহ, কোনও গুঞ্জন নয়, বরং রণবীর নিজেই গোপন কথা ফাঁস করেছেন।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। কারিনার এই পডকাস্টে কথায় কথায়,ছোটবেলার কথা ওঠে। আর সেখানেই রণবীর জানান, ছোটবেলায় রান্নাবাটি খেলার সময় রণবীরের বউ হতেন কারিনা। আর রিধিমা হতেন রণবীরের মা। রণবীর জানিয়েছেন, একদিন রান্নাবাটি খেলার সময়, নিতু সিংয়ের ড্রেসিং টেবিল থেকে লিপস্টিক নিয়ে কারিনার সিঁথিতে পরিয়ে দিয়েছিলেন।

আর ছাদনাতলা সাজিয়ে ছিলেন রণবীরের বোন রিধিমা! রণবীরের মুখে এসব শুনে হতবাক হয়েছিলেন কারিনা। কারিনা জানান, ভাগ্যিস এসব আমার মনে নেই। নাহলে বেশ বড় বিপাকে পড়তাম। রণবীর জানিয়েছেন, ছোটবেলায় আমরা কত কিছুই না করি। যা কিনা বড় হয়ে মনে পড়লে মজাই লাগে। এই বিয়ের ঘটনাও তেমনই একটি ঘটনা। ছোটবেলার কাজকর্মের মধ্যে কোনও জটিলতা থাকে না। তাই এই স্মৃতি খুবই মধুর।

Комментарии