নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর ঘিরে হোয়াইট হাউস এলাকায় বিক্ষোভ

Commenti · 50 Visualizzazioni

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে গতকাল রোববার (৬ জুলাই) হোয়াইট

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে গতকাল রোববার (৬ জুলাই) হোয়াইট হাউসের সামনে জড়ো হন প্রো-প্যালেস্টাইন বিক্ষোভকারীরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ সোমবার (৭ জুলাই) নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে। গত ছয় মাসে এটি তার তৃতীয় মার্কিন সফর।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা উড়িয়ে স্লোগান দেন, ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন।’ তাদের হাতে ছিল ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো,’ ‘প্যালেস্টাইন চিরজীবী হোক’ এবং ‘নেতানিয়াহু চিহ্নিত অপরাধী’– এমন লেখা প্ল্যাকার্ড।

আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইনসহ (এএমপি)’ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে আজ সোমবার (৭ জুলাই) এক সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

এ সম্মেলনে নেতানিয়াহুর সফরের নিন্দা ও গাজায় চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রত্যাহারের দাবি জানানো হবে।

এর আগে রোববার ট্রাম্প সাংবাদিকদের বলেন, হামাসের সঙ্গে একটি অস্ত্রবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি এই সপ্তাহেই হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।

আজ সোমবার নেতানিয়াহুর সঙ্গে আলোচনার বিষয়ে ট্রাম্প বলেন, ‘ইসরায়েলের সঙ্গে অনেক বিষয়ে কাজ করছি, তার মধ্যে একটি হলো সম্ভবত ইরানের সঙ্গে একটি স্থায়ী চুক্তি।’

যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু ট্রাম্প ছাড়াও প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলের সিনিয়র কংগ্রেস সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

অন্যদিকে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় চালানো গণহত্যামূলক অভিযানে এখন পর্যন্ত ৫৭ হাজার চারশোরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। যাদের মধ্যে বেশিরভাগই ছিল নারী ও শিশু।

এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত নভেম্বরে নেতানিয়াহু ও তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

গাজা যুদ্ধের কারণে ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে বিচারাধীন।

Commenti