বিবিসি জুন ১৫-এ সম্প্রচারে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলে উল্লেখ করার জন্য স্টাফদের নিন্দা জানিয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।
Advertisement
ব্রিটিশ পাবলিক ব্রডকাস্টারের এক্সিকিউটিভ কমপ্লেইন্টস ইউনিট (ইসিইউ) বৃহস্পতিবার জানিয়েছে, টেলিভিশনে এই শব্দটি ব্যবহার করা উপস্থাপক তার সম্পাদকীয় নির্দেশিকা থেকে বিচ্যুত হয়েছেন।
ইসিইউ জানিয়েছে, বিবিসি কোনো সংস্থাকে ‘সন্ত্রাস’ বা ‘সন্ত্রাসী’ গোষ্ঠী হিসেবে উল্লেখ করে না। যাতে ‘যথাযথ সঠিকতা এবং পক্ষপাতহীনতা’ বজায় থাকে। তবে, সংস্থাটি যদি তৃতীয় পক্ষ দ্বারা এই ধরনের স্বীকৃতি পায়, তাহলে তা উল্লেখ করা হয়।
জুন ১৫-এর ঘটনার রিপোর্ট বিবিসির ব্যবস্থাপনায় দেওয়া হয়েছিল এবং এটি তাদের সম্পাদকীয় টিমের সঙ্গে আলোচনার বিষয় হয়।
এদিকে ইসরাইল বিবিসিকে হামাসকে সন্ত্রাসী সংস্থা হিসেবে উল্লেখ করার জন্য নীতি পরিবর্তনের অনুরোধ করেছে।