৪০ রানের আগেই ৪ উইকেট নেই বাংলাদেশের

Kommentarer · 15 Visninger

নিজের দ্বিতীয় বলেই উইকেট পেলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। মেহেদী হাসানকে এলবিডব্লিউ করেছেন লঙ্কান স?

১০ বলে দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে পড়া বাংলাদেশ এবার তাওহিদ হৃদয়কেও হারিয়েছে। আগের বলে ক্যাচ তুলেও জীবন পাওয়া হৃদয় রান আউট হয়েই বিদায় নিলেন। ফেরার আগে ৯ বলে ৮ রান করেন তিনি। ৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে লিটন দাসের সঙ্গী মেহেদী হাসান।

 

শূন্য রানেই সাজঘরে টাইগার দুই ওপেনার

 

নুয়ান থুসারার প্রথম পাঁচ বলে কোনো রান নিতে পারেননি তানজিদ হাসান তামিম। ওভারের শেষ বলে বোল্ড হয়েছেন তিনি। পরের ওভারে বোলিংয়ে আসেন দুশমন্থ চামিরা। তার প্রথম ৩ বলে রান নিতে পারেননি পারভেজ হোসেন ইমন। চতুর্থ বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে তিনিও মাঠ ছেড়েছেন। এতে রানের খাতা খোলার আগেই ১০ বলে দুই ওপেনারকে হারাল বাংলাদেশ। ২ ওভার শেষে শূন্য রানে ব্যাটিং করছে বাংলাদেশ। ক্রিজে দুই নতুন ব্যাটার লিটন ও তাওহিদ।

 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ ‍হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, শেখ মেহেদী, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব।

 

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাংকা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা এবং নুয়ান থুসারা।

Kommentarer