বার্মিংহামে ’ব্যাক টু দ্য বিগিনিং’ কনসার্টে শেষবারের মতো পারফর্ম করলো ব্ল্যাক সাবাথ

Comments · 35 Views

হেভি মেটাল মিউজিকের কিংবদন্তি ব্যান্ড ব্ল্যাক সাবাথ ব্যান্ডমেটদের সাথে মঞ্চে শেষবারের মতো দেখা গেলো ওজি অস??

হেভি মেটাল মিউজিকের কিংবদন্তি ব্যান্ড ব্ল্যাক সাবাথ ব্যান্ডমেটদের সাথে মঞ্চে শেষবারের মতো দেখা গেলো ওজি অসবোর্নকে। ইংল্যান্ডের বার্মিংহামে ‘ব্যাক টু দ্য বিগিনিং’ শিরোনামের এই কনসার্টটিকে অসবোর্নের ‘বিদায়ী পারফরম্যান্স’-এর সাথে সাথে ব্যান্ডটির শেষ পারফরমেন্স হিসেবে ঘোষণা করা হয়েছিল।

অসবোর্নের সাথে ব্ল্যাক সাবাথের বেসিস্ট গিজার বাটলার, ড্রামার বিল ওয়ার্ড এবং গিটারিস্ট টনি আইওমি একসাথে মঞ্চে উঠেন, যা গত ২০ বছরে প্রথম। অসবোর্ন (যিনি একটি কালো সিংহাসনের মতো চেয়ারে বসে পারফর্ম করছিলেন) ২০২০ সালে পার্কিনসন্স ডিজিজে আক্রান্ত হওয়ার কথা ভক্তদের কাছে প্রকাশ করেন।

শেষ গান ‘প্যারানয়েড’ শুরুর আগে অসবোর্ন ভক্তদের উদ্দেশ্যে বললেন, ‘তোমাদের সমর্থনই আমাদের এই যাত্রা সম্ভব করেছিল।হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আমি তোমাদের ভালোবাসি।’

ব্ল্যাক সাবাথের ‘আয়রন ম্যান’, ‘এন.আই.বি.’ এবং ‘ওয়ার পিগস’ এর মতো কালজয়ী গানগুলো বেজে উঠে। অসবোর্ন তার একক পারফরম্যান্সে ‘ক্রেজি ট্রেন’, ‘মিস্টার ক্রোলি’ এবং ‘মামা, আই’ম কামিং হোম’ গানগুলো পরিবেশন করেন।

অভিনেতা জেসন মোমোয়া এই কনসার্টের হোস্ট ছিলেন। মেটালিকা, গানস ন’ রোসেস, স্লেয়ারের মতো রক ও মেটাল ব্যান্ডগুলোও পারফর্ম করে এই কনসার্টে।

১৯৬৮ সালে বার্মিংহামে গঠিত হয় ব্ল্যাক সাবাথ। ২০০৬ সালে রক অ্যান্ড রোল হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয় এবং দুটি গ্র্যামি জয় করে। ২০১৭ সালে ‘দ্য এন্ড ট্যুর’ শেষ করে ব্যান্ডটি আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেও পুনর্মিলনের গুঞ্জন কখনই থামেনি।

উল্লেখ্য, এই কনসার্টের সমস্ত আয় কিউর পারকিন্সন’স, বার্মিংহাম চিলড্রেনস হাসপাতালের মতো সংস্থাগুলোতে দান করা হয়েছে।

Comments