জয় থেকে মাত্র ২০ রান দূরে থাকতে আর ব্যক্তিগত ৪২ রানে প্রথম বড় শটের চেষ্টা করলেন লিটন। ইয়াসিন মুর্তজার বলে মিড উইকেট দিয়ে স্লগ সুইপের সেই শট ছক্কাই হয়েছে। আর তাতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ছক্কার রাজা এখন লিটন।
Search
Popular Posts