টানা ৩৬ ঘণ্টার বৃষ্টিতে খুলনার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হওয়ায় শহরের নিচু এলাকাগুলো জলাবদ্ধতায় তলিয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে কর্মজীবী ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা।
গতকাল মঙ্গলবার (৮ জুলাই) ভোরে বৃষ্টির কারণে খুলনা সদর সাব-রেজিস্ট্রি ভবনের রেকর্ড রুমের ছাদ ধসে পড়েছে। এতে রেকর্ড রুমে থাকা শতাধিক গুরুত্বপূর্ণ বই ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা রেজিস্ট্রার মিজানুর রহমান জানিয়েছেন, ভবনটি শত বছরের পুরোনো এবং এর আগেও এমন ঘটনা ঘটেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং তারা অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন।
নগরীর রয়েলের মোড়, টুটপাড়া, মিস্ত্রিপাড়া, আহসান আহমেদ রোড, বয়রা, মুজগুন্নি মহাসড়ক, মুজগুন্নি আবাসিক এলাকা, সোনাডাঙ্গা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মেইন রোড, খালিশপুর, দৌলতপুর, কুয়েট রোড, ফুলবাড়িগেটসহ বিভিন্ন সড়কে পানি জমেছে। মুজগুন্নি এলাকার বাসিন্দা মেরাজ আল সাদী জানান, তাদের আবাসিক এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে এবং বাইতুন মামুর মসজিদেও পানি ঢুকেছে।
ইজিবাইক ও রিকশা চালকদের মতো নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ বৃষ্টির কারণে যাত্রী না পেয়ে আয়ের সংকটে পড়েছেন। খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মিজানুর রহমান জানিয়েছেন, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে এই ভারী বর্ষণ হচ্ছে।
Tìm kiếm
Bài viết phổ biến