শিক্ষা মন্ত্রণালয় কোটায় ‘অনিয়ম’ এক বছরেই এসএসসি পাস ৬০০ কর্মকর্তা-কর্মচারীর ২০৪৪ সন্তান

Comments · 3 Views

শিক্ষা মন্ত্রণালয় কোটায় ‘অনিয়ম’ এক বছরেই এসএসসি পাস ৬০০ কর্মকর্তা-কর্মচারীর ২০৪৪ সন্তান

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের জন্য ২ শতাংশ কোটা রাখা হয়েছিল। তাতে দুই ধরনের শিক্ষা কোটায় আবেদন নেওয়া হয়, তা হলো- শিক্ষা কোটা-১ ও শিক্ষা কোটা-২।

শিক্ষা কোটা-১ এ আবেদনের সুযোগ পান শুধু শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত (সচিবালয়ের অভ্যন্তরে) কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু এতে অসংখ্য আবেদন জমা পড়ে। তার মধ্যে ২ হাজার ৪৪ জন কলেজে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

তবে শিক্ষা কোটা-১ এ একাদশ শ্রেণিতে ভর্তিতে এতসংখ্যক শিক্ষার্থী কোথা থেকে, কীভাবে এলো; তা নিয়ে ‘বিস্ময়’ প্রকাশ করেছেন খোদ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

তারা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে সব মিলিয়ে সাড়ে পাঁচশ থেকে ৬০০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তাদের মধ্যে এবার এসএসসি পাস করেছেন সর্বসাকুল্যে ১০০ জনের সন্তান। তাহলে একাদশে ভর্তিতে শিক্ষা কোটা-১ এ দুই হাজারের বেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ পেলো কীভাবে?

Comments