মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর নতুন শুল্ক হার ঘোষণা করে চূড়ান্ত সময়সীমা জানিয়ে দিয়েছেন। আগামী ১ আগস্ট, ২০২৫ থেকে এই চড়া শুল্ক কার্যকর হবে এবং কোনো ধরনের ছাড় বা সময়সীমা বৃদ্ধির সুযোগ থাকবে না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টের এক পোস্টে ট্রাম্প বলেন, "গতকাল যেসব দেশের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং আজ, আগামীকাল ও সামনের কিছুদিনেও যেসব চিঠি পাঠানো হবে, সবগুলোতে পরিষ্কার বলা আছে—শুল্ক সংগ্রহ শুরু হবে ২০২৫ সালের ১ আগস্ট থেকে। এই তারিখে কোনো পরিবর্তন আসেনি এবং আসবেও না। অর্থাৎ, ১ আগস্ট থেকেই সব অর্থ পরিশোধযোগ্য হয়ে যাবে। কোনো ধরনের সময় বাড়ানো হবে না।"
এর আগে, গত ৭ জুলাই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশের ওপর আমদানি শুল্কের নতুন হার ঘোষণা করেন। এর মধ্যে মিয়ানমার ও লাওসের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ অতিরিক্ত শুল্ক ধার্য হয়েছে। বাংলাদেশকে আগের ১৫ শতাংশের সঙ্গে আরও অতিরিক্ত ৩৫ শতাংশ হারে শুল্ক আরোপের কথা জানানো হয়েছে।
অর্থাৎ, আগামী ১ আগস্টের মধ্যে ট্রাম্পের সঙ্গে দর কষাকষিতে বাংলাদেশ ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে দেশের রপ্তানিকারকদের ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক পরিশোধ করতে হবে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতিতে চরম নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, যুক্তরাষ্ট্র নির্ভর করে যাদের ব্যবসা, তাদের পথে বসাবে এই সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের সঙ্গে দরকষাকষিতে আলোচকদের যোগ্যতা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন।
Suche
Beliebte Beiträge
Kategorien