বিদ্যুৎ বিভাগের প্রতিষ্ঠানও মেটাচ্ছে না বকেয়া বিল

মন্তব্য · 2 ভিউ

বকেয়া বিলের বিড়ম্বনায় পড়েছে বিদুৎ বিভাগ। রাষ্ট্রের বিভিন্ন সংস্থার কাছে বকেয়া পড়েছে ২৬১২ কোটি টাকা। বিশাল স?

বকেয়া বিলের বিড়ম্বনায় পড়েছে বিদুৎ বিভাগ। রাষ্ট্রের বিভিন্ন সংস্থার কাছে বকেয়া পড়েছে ২৬১২ কোটি টাকা। বিশাল সেই বিল না আসায় আর্থিক টানাপোড়েনে পড়েছে বিদুৎ বিভাগ। খোদ বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের বকেয়াও আছে ১২ কোটি টাকার মতো।

Advertisement

সূত্রে জানা গেছে, এই বকেয়ার মধ্যে সবচেয়ে বেশি ৯৯৫ কোটি টাকা হচ্ছে স্থানীয় সরকার বিভাগের (এলজিডি)। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯৪ কোটি টাকা বকেয়া রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এর অধীনস্থ সংস্থাগুলোর। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২৩৯ কোটি টাকা, গৃহায়ন ও গণপূর্ত বিভাগের ১৩৩ কোটি টাকা, স্বাস্থ্যসেবা বিভাগের ৮০ কোটি টাকা, জননিরাপত্তা বিভাগ ৭৮ কোটি টাকা, কৃষি মন্ত্রণালয়ের ৭২ কোটি টাকা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ৭০ কোটি টাকা বকেয়া রয়েছে।

দীর্ঘদিন ধরে বকেয়া আদায় না হওয়ায় বিদ্যুৎ ব্যবস্থাপনা বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে উৎপাদন ও সরবরাহের প্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খাচ্ছে সরকার। বিতরণ ব্যবস্থায় এক ধরনের ঝুঁকিও তৈরি হয়েছে। এদিকে টাকার সংকট কাটাতে সম্প্রতি অর্থ উপদেষ্টার কাছে প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে আধা সরকারি পত্র (ডিও) দিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা।

মন্তব্য
অনুসন্ধান করুন