আমিনুলের চিঠিকে ‘নোংরামি’ বললেন তামিম

Comments · 5 Views

রাজধানীর একটি হোটেলে আজ সংবাদ সম্মেলন করে বিসিবির নির্বাচনে কাউন্সিলর মনোনয়নে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তু

রাজধানীর একটি হোটেলে আজ সংবাদ সম্মেলন করে বিসিবির নির্বাচনে কাউন্সিলর মনোনয়নে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছে সংগঠকদের একটি অংশ। সংবাদ সম্মেলনে ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর ও সাবেক ক্রিকেটার তামিম ইকবাল (বাঁ থেকে তৃতীয়) এবং ব্রাদার্সের কাউন্সিলর ও বিএনপি নেতা ইশরাক হোসেনের (বাঁ থেকে চতুর্থ) সঙ্গে অন্যরা।আয়োজকদের সৌজন্যে

‘তিনি নাকি নির্বাচন বোঝেন না। তাহলে এমন চিঠি কীভাবে দিলেন! এই নোংরামিটা করা উচিত নয়। নির্বাচন হবে সুষ্ঠু। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না।’

 

কথাটা জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে উদ্দেশ করে বলেছেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাঁর এই বক্তব্যে পরিষ্কার—৬ অক্টোবরের বিসিবি নির্বাচনে তাঁরা দুজন শুধু প্রার্থীই নন, এই নির্বাচন দুজন সাবেক ক্রিকেটারের সম্পর্কটাকে তিক্ততার শেষ সীমায়ও নিয়ে যেতে পারে।

 

আজ বিকেলে রাজধানীর ফারস্ হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকদের একটি পক্ষ নির্বাচনের জন্য জেলা ও বিভাগের কাউন্সিলরদের নাম পাঠানোয় সরকারি হস্তক্ষেপ ও বিসিবি সভাপতির ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন। সেখানেই আমিনুলকে নিয়ে এমন মন্তব্য করেন তামিম।

Comments