ব্যালন ডি’অর জয়ীর নাম প্রকাশ, সত্যি না ভুয়া—কী বলছে কর্তৃপক্ষ

মন্তব্য · 56 ভিউ

প্রায় প্রতিবছরই ব্যালন ডি’অর ঘোষণার আগে এমনটা হয়। এক বা একাধিক ভুয়া তালিকা ছড়িয়ে পড়ে জয়ীদের নামসহ। পুরস্কার ??

প্রতিবছরই ব্যালন ডি’অর ঘোষণার আগে এমনটা হয়। এক বা একাধিক ভুয়া তালিকা ছড়িয়ে পড়ে জয়ীদের নামসহ। পুরস্কার ঘোষণার আগেই সেসব তালিকা ঘিরে শুরু হয় হইচই। এবারও তার ব্যতিক্রম হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটা তালিকা ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে—ফেবারিট উসমান দেম্বেলেকে পেছনে ফেলে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের ট্রফি জিতেছেন লামিনে ইয়ামাল।

 

সেই তালিকা অনুযায়ী, ৮০৫ পয়েন্ট পেয়ে ব্যালন ডি’অর জিতেছেন ইয়ামাল। মাত্র পাঁচ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে দেম্বেলে, যিনি পিএসজির হয়ে জিতেছেন ট্রেবল। আর ৬৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন তাঁর সতীর্থ ভিতিনিয়া।

 

 

 

শীর্ষ দশে বাকি নামগুলোও যথাক্রমে রাফিনিয়া (বার্সেলোনা), মোহাম্মদ সালাহ (লিভারপুল), নুনো মেন্দেস (পিএসজি), পেদ্রি (বার্সেলোনা), দিজেরে দুয়ে (পিএসজি), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ) এবং লাওতারো মার্তিনেজ (ইন্টার মিলান)।

মন্তব্য
অনুসন্ধান করুন