বাংলাদেশ না পাকিস্তান—মুখোমুখি দেখায় কে এগিয়ে?

Kommentare · 52 Ansichten

সমীকরণ জয়-পরাজয়ে এসে ঠেকেছে। ভারতের বিপক্ষে হারের পর আজই আরেক গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। দুবাইয়ে বৃহস্??

সমীকরণ জয়-পরাজয়ে এসে ঠেকেছে। ভারতের বিপক্ষে হারের পর আজই আরেক গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। দুবাইয়ে বৃহস্পতিবার এশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তানের অঘোষিত সেমিফাইনাল। যারা জিতবে তারাই কাটবে শিরোপার মঞ্চের টিকিট।

Advertisement

সেই লড়াইয়ের আগে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়-পরাজয় এবং খুঁটিনাটি জেনে নেওয়া যাক—

দলীয় সর্বোচ্চ

বাংলাদেশ ১৯৬/৬, লাহোর, ২০২৫

পাকিস্তান ২০৩/৫, করাচি, ২০০৮

দলীয় সর্বনিম্ন

বাংলাদেশ ৮৫/৯, ঢাকা, ২০১১

পাকিস্তান ১১০, ঢাকা, ২০২৫

সবচেয়ে বেশি রান

বাংলাদেশ ৩৬০, সাকিব আল হাসান

পাকিস্তান ২৭৭, মোহাম্মদ হাফিজ

ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস

বাংলাদেশ ৮৪, সাকিব, পাল্লেকেলে, ২০১২

পাকিস্তান ১১১*, আহমেদ শেহজাদ, ঢাকা, ২০১৪

সবচেয়ে বেশি ছক্কা

বাংলাদেশ ১০, পারভেজ হোসেন ও সাকিব

পাকিস্তান ১৩, শহীদ আফ্রিদি

সর্বোচ্চ জুটি

বাংলাদেশ ১১০, তানজিদ ও পারভেজ, লাহোর, ২০২৫

পাকিস্তান ১৪২, সালমান ও

কামরান, সেন্ট লুসিয়া, ২০১০

সবচেয়ে বেশি উইকেট

বাংলাদেশ ১৪, তাসকিন আহমেদ

পাকিস্তান ১২, শাদাব খান

সেরা বোলিং

বাংলাদেশ ৩/১০, মাহমুদউল্লাহ, ঢাকা, ২০২১

পাকিস্তান ৫/৩০, হাসান আলী, লাহোর, ২০২৫

২৫ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়ে পাকিস্তানকে মাত্র ৫ বার হারাতে পেরেছে বাংলাদেশ। এশিয়া কাপে ১৫ দেখায় মাত্র ২ জয়। সার্বিক পরিসংখ্যানে পাকিস্তানিরা এগিয়ে থাকলেও, সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। ২০২৪ থেকে এ পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে ৮ ম্যাচে তাদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যার মধ্যে জয়-হার সমান ৪টি করে।

টি-টোয়েন্টিতে দু’দলের সবশেষ ৫ দেখায় ৩টিতে পাকিস্তান ও ২ ম্যাচে জয় আছে বাংলাদেশের। সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারিয়েছে লিটন দাসের দল।

Kommentare