যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য মঙ্গলবার রেকর্ড ২৫ মিলিয়নের ক্ষতিপূরণ প্রদানে সম্মত হয়েছে, যা রাজ্যের ইতিহাসে সর্বোচ্চ ভুল সাজা মামলার ক্ষতিপূরণ। এতে ৩৮ বছরেরও বেশি সময়ের জন্য এক অপরাধে সাজাপ্রাপ্ত পুরুষকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।
মরিস হেস্টিংস (৭২) ১৯৮৩ সালে রবার্তা উইডারমায়ারের ওপর যৌন নিগ্রহ ও হত্যার অভিযোগে জীবনভর কারাদণ্ডপ্রাপ্ত হয়েছিলেন, যার ফলে তিনি মুক্তিপণ ছাড়াই বন্দি ছিলেন। ওই সময়ে উইডারমায়ারের মৃত্যু হয় গুলির আঘাতে মাথায়।
হেস্টিংস অক্টোবর ২০২২ সালে মুক্তি পান, যখন নতুন ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয় যে অপরাধটি অন্য একজন সন্দেহভাজনের সঙ্গে যুক্ত।