দৌড়ে এত পিছিয়ে রিয়াল, ঘাটতি প্রায় দুই কিলোমিটারের

Komentar · 43 Tampilan

ফুটবলে সবকিছু দৌড়ানোর ওপর নির্ভর করে না। কম দৌড়ে কৌশল কাজে লাগিয়েও ম্যাচ জেতা যায়। কিন্তু রিয়াল মাদ্রিদের মত??

আতলেতিকোর বিপক্ষে দৌড়েও পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদরয়টার্স

ফুটবলে সবকিছু দৌড়ানোর ওপর নির্ভর করে না। কম দৌড়ে কৌশল কাজে লাগিয়েও ম্যাচ জেতা যায়। কিন্তু রিয়াল মাদ্রিদের মতো দল ৫ গোল হজম করে হারলে এই বিষয়গুলোও খতিয়ে দেখা হয়। অনেক সময় না দৌড়ালে যে গোলবন্যায় চাপা পড়ার ঝুঁকি থাকে!

 

রিয়ালের সঙ্গেও এটাই হয়েছে। লা লিগায় গত শনিবার ‘মাদ্রিদ ডার্বি’তে নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে ৫–২ গোলে হারের পর দৌড়ানোর যে চিত্র সামনে এসেছে, তা রিয়ালের জন্য আতঙ্কিত হওয়ার মতোই।

Komentar