রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে বেশি বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্রও বৃষ্টি হবে। বৃষ্টি আগামী অন্তত দুদিন থাকতে পারে, তবে তা বিচ্ছিন্নভাবে।
আজ ভোর ছয়টা থেকে রাজধানীতে ভারী বৃষ্টি শুরু হয়। সকাল আটটার দিকে এই প্রতিবেদন লেখার সময়ও বৃষ্টি হচ্ছিল। এখন ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ভোলার মনপুরায়, ৮৪ মিলিমিটার।
সাধারণত অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত দেশে মৌসুমি বায়ুর প্রভাব থাকে। এর মাঝে কখনো কখনো নিম্নচাপ বা গভীর নিম্নচাপের সৃষ্টি হয়।
এবারের গভীর নিম্নচাপটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হয়। এর প্রভাব প্রথম দিকে দেশের উপকূলীয় অঞ্চলে বেশি দেখা যায়। পরবর্তীকালে বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রভাব বিস্তৃত হয়েছে।