বন্যার আগেই প্রস্তুতি রাখা উচিত: রিজওয়ানা হাসান

commentaires · 34 Vues

বন্যার আগেই প্রস্তুতি রাখা উচিত বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সো?

বন্যার আগেই প্রস্তুতি রাখা উচিত বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (১৪ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উন্নত ওয়েবসাইট এবং সিদ্ধান্ত সহায়তা ব্যবস্থার উদ্বোধন অনুষ্ঠান তিনি এ কথা বলেন। 

এ সময় বন্যা পূর্বাভাস যেন সময়মতো স্থানীয় পর্যায়ে পৌঁছে যায়, এর জন্য এফএফডব্লিউসি ওয়েবসাইটটি আপডেট ও সহজীকরণ করা হয়।

অনুষ্ঠানে উপদেষ্টা আরও বলেন, নদী ভাঙনে আমাদের বালুর বস্তা না ফেলে পরিকল্পিতভাবে পূর্বেই কাজ করলে দুর্ভোগ কমবে। রিয়েল টাইম ডাটা আমাদের নেই, ইউকেতে কথা বলেছি, তারা জলবায়ুর পূর্বাভাসে সহায়তা দেবে। আবহাওয়া ও জলবায়ুর দুর্যোগ ব্যবস্থাপনায় বিনিয়োগ করতে হবে।

commentaires