বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক এখন কে, সেরা দশে আর কারা

Commenti · 229 Visualizzazioni

এ সময়ের দামি গোলরক্ষকেরা

বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক কে?

সাধারণত এই প্রশ্নের একটাই উত্তর। দলবদলের বাজারে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দাম পেয়েছেন যিনি। সেই নামটা অবশ্য এই মুহূর্তে হুট করে কারও মনে আসার কথা না। ২০১৮ সালে ৮ কোটি ইউরো ট্রান্সফার ফিতে অ্যাথলেটিক বিলবাও থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন কেপা আরিজাবালাগা। ফুটবল ইতিহাসে তাঁর চেয়ে বেশি দামে বিক্রি হননি আর কোনো গোলরক্ষক। সেই হিসাবে কেপাই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক।

কিন্তু ৭ বছরের চুক্তিতে চেলসিতে যাওয়ার পর নিজের নাম ও দামের প্রতি খুব কমই সুবিচার করতে পেরেছেন কেপা। ৭ বছরের চুক্তি করেছিল চেলসি তাঁর সঙ্গে। কিন্তু প্রথম কয়েক বছর পরেই চেলসি একাদশে ব্রাত্য হয়ে পড়েন স্প্যানিশ এই গোলরক্ষক। হয়ে যান চেলসির বোঝা। পরে ২০২৩–২৪ মৌসুমে তাঁকে ধারে রিয়াল মাদ্রিদে পাঠায় চেলসি। সেই মৌসুম শেষে আবার তাঁকে এক বছরের জন্য ধারে পাঠানো হয় বোর্নমাউথে। সেই ধারের মেয়াদও শেষ হয়েছে এই মৌসুমে। এই বছর জুনে শেষ হবে চেলসির সঙ্গে তাঁর ৭ বছরের চুক্তিও। এরপর কেপা কোথায় যাবেন, সেটা এখনো অনিশ্চিত।

তার মানে ইতিহাসের সবচেয়ে দামি গোলরক্ষক এখন প্রায় দলহীন, ঠিকানা খুঁজে বেড়াচ্ছেন। খুব স্বাভাবিকভাবেই এই সময়ে কেপার বাজারমূল্য নেমেছে তলানিতে। যার অর্থ, ট্রান্সফার ফিতে ইতিহাসের সবচেয়ে দামি গোলরক্ষক হলেও বাজারমূল্যে এখন কেপা অনেক পেছনে। কতটা পেছনে?

Commenti
Robin khan 8 w

good