নিজ থেকেই পানি ও খাবারের ব্যবস্থা করছেন নেতাকর্মী

نظرات · 15 بازدیدها

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিতে আসা প্রতিটি নেতাকর্মী দুপুরের খাবার সঙ্গে করে নিয়ে এসেছেন??

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিতে আসা প্রতিটি নেতাকর্মী দুপুরের খাবার সঙ্গে করে নিয়ে এসেছেন। কারো হাতে বিরিয়ানি কিংবা ডিম খিচুড়ির প্যাকেট রয়েছে। প্রত্যেক নেতাকর্মী হাতে করে ছাতি, রুটি ও একাধিক পানির বোতল নিয়ে এসেছেন। তবে প্রতিটি মোড়ে মোড়ে স্বেচ্ছাসেবকরা পানির ব্যবস্থা রেখেছেন।

সমাবেশস্থলে দেখা যায়, সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের ঢল পড়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। প্রিয় দলের সমাবেশে যোগ দিতে নিজ উদ্যোগে ব্যবস্থা করছেন সকালের নাস্তা ও দুপুরের খাবার। প্রতিটি নেতাকর্মী রান্না করা খাবারের পাশাপাশি শুকনো খাবার নিয়ে এসেছেন।

কারো হাতে বিরিয়ানি কিংবা ডিম খিচুড়ি প্যাকেট, রুটি। একাধিক পানির বোতল সঙ্গে করে নিয়ে এসেছে। আবার কেউ কেউ বিস্কুটের প্যাকেটও নিয়ে আসছেন। এমনকি সঙ্গে রাখছেন ছাতা ও জায়নামাজ।

এ দিকে সকাল পৌনে ১০টার দিকেই পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় সমাবেশের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

অন্য দিকে, দলটির দাবি এটি হবে তাদের ইতিহাসের সবচেয়ে বড় একক রাজনৈতিক জনসমাবেশ। প্রায় এক মাসের প্রস্তুতি শেষে আয়োজিত এই সমাবেশে ১০ লাখের বেশি মানুষের উপস্থিতির প্রত্যাশা করছে দলটি। সোহরাওয়ার্দী উদ্যানে এর আগে বিএনপির সঙ্গে যৌথভাবে জামায়াতের অংশগ্রহণ থাকলেও এককভাবে এটি তাদের প্রথম বড় জনসমাবেশ।

نظرات