বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

Comentários · 118 Visualizações

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাত ঘণ্টার ব্যবধানে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হ

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাত ঘণ্টার ব্যবধানে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮ জনে। 

বুধবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থানে মারা যান ৮৫ বছর বয়সী গোসাই দাস। তিনি বরগুনা পৌর শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা।

বরগুনা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তিন দিন আগে গোসাই দাস হাসপাতালে ভর্তি হন। বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

গত পাঁচ দিনে বরগুনায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট ৮ জন মারা গেছেন। এর মধ্যে সদর হাসপাতালেই ৫ জন। 

এর আগে, গত ৬ জুন একই এলাকার ২৫ বছর বয়সী নারী উদ্যোক্তা আজমেরী মোনালিসা জেরিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৭৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১৭২ জন, যার মধ্যে ৩১ জন শিশু।

ডা. তাজকিয়া সিদ্দিকী বলেন, “সাত ঘণ্টার ব্যবধানে দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। আমরা সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছি।”

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত ১ হাজার ৫৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

Comentários