তত্ত্বাবধায়কপ্রধানের নাম প্রস্তাবে সংসদে প্রতিনিধিত্বশীল সবার যেন সুযোগ থাকে: সাকি

মন্তব্য · 28 ভিউ

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নাম প্রস্তাবের ক্ষেত্রে সংসদে প্রতিনিধিত্বশীল সব দল

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নাম প্রস্তাবের ক্ষেত্রে সংসদে প্রতিনিধিত্বশীল সব দলই যাতে সুযোগ পায়, সে ব্যবস্থা রাখার প্রস্তাব দিয়েছে গণসংহতি আন্দোলন। আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ১৫তম দিনের আলোচনার বিরতিতে এ কথা জানান দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

জোনায়েদ সাকি বলেন, ‘অনেকের প্রস্তাব এসেছে, সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের প্রতিনিধিদের নিয়ে বাছাই কমিটি করতে। আমরা বলেছি, বাছাই কমিটি যদি তিন দলের মধ্যেই অর্থাৎ সরকারি দল, প্রধান বিরোধী দল এবং বৃহত্তম তৃতীয় দলের মধ্যে রাখাও হয়, তবে প্রধান উপদেষ্টার নাম যাতে সংসদে প্রতিনিধিত্বশীল সব দলই প্রস্তাব করতে পারে, সে ব্যবস্থা রাখতে হবে।’

ন্যূনতম একটা ‘ভোটের ফ্যাশন’ তৈরি করা দরকার, মন্তব্য করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, শূন্য দশমিক ৫ অথবা ১ শতাংশ ভোট পেলে, তাদের মতামত দেওয়ার জায়গা দরকার।

জোনায়েদ সাকি বলেন, দেখা যায়, অনেক দলের কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেকেই সংসদে যাবেন। কিন্তু আবার অনেক দলের হয়তো কোনো সদস্য সংসদে যেতে পারে না। কিন্তু তারা সামগ্রিকভাবে জনগণের একটা উল্লেখযোগ্য অংশের প্রতিনিধিত্ব করে ভোটের মাধ্যমে। সেই জায়গা থেকেই প্রধান উপদেষ্টা নাম প্রস্তাবের ক্ষেত্রে প্রতিনিধিত্বটা সবার যেন থাকে। এ ক্ষেত্রে র‍্যাংকড চয়েস (পছন্দের ক্রমানুসারে ভোট) ইত্যাদি পদ্ধতির মাধ্যমে হতে পারে। সেটা অধিকতর গণতান্ত্রিক হয়।

জোনায়েদ সাকি বলেন, এখানে যদি কোনো টাই (সমান ভোট) হয়ে থাকে, তাহলে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের মধ্য থেকে একজনকে প্রস্তাব করা হবে। যদি টাই হয়ে যায়, সে ক্ষেত্রেও র‍্যাংকড চয়েস করার প্রস্তাব দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগের তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার ক্ষেত্রে সর্বশেষ প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়কপ্রধান করার বিধান ছিল।

আজকের আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল।

আলোচনায় সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। উপস্থিত আছেন সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, মোহাম্মদ আইয়ুব মিয়া। সঞ্চালনা করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য কমিশন) মনির হায়দার।

মন্তব্য
অনুসন্ধান করুন