ইসরায়েলি দখলদারদের হিংস্রতা জন্তুসুলভ নির্মমতা ছাড়া আর কিছু নয়: সিস্তানি

הערות · 8 צפיות

গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইরাকের শীর্ষ শিয়া আলেম আয়াতুল্লাহ আল-উজমা আলি আল-স??

গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইরাকের শীর্ষ শিয়া আলেম আয়াতুল্লাহ আল-উজমা আলি আল-সিস্তানি। স্থানীয় সময় শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে তিনি আরব ও মুসলিম দেশগুলোকে অবিলম্বে হস্তক্ষেপ করে ফিলিস্তিনিদের দুর্দশা বন্ধের আহ্বান জানান।

বিবৃতিতে গাজার পরিস্থিতিকে ‘মারাত্মক ও বিপর্যয়কর’ আখ্যা দিয়ে সিস্তানি বলেন, ‘প্রায় দুই বছর ধরে চলমান ভয়াবহ হত্যা ও ধ্বংসযজ্ঞে শত-সহস্র মানুষ নিহত ও আহত হয়েছেন। গুঁড়িয়ে গেছে বহু শহর ও আবাসিক এলাকা। এই মুহূর্তে গাজার নিপীড়িত ফিলিস্তিনিরা ভয়াবহ মানবিক অবস্থার মধ্য দিয়ে দিন পার করছে।’

তিনি জানান, গাজায় দুর্ভিক্ষ এমন পর্যায়ে পৌঁছেছে যে ‘জনসংখ্যার কোনো অংশই এর প্রভাব থেকে রক্ষা পায়নি’।

ইসরায়েলি বাহিনীর কার্যক্রমের কঠোর নিন্দা জানিয়ে আয়াতুল্লাহ সিস্তানি বলেন, ‘ফিলিস্তিনিদের শিকড় উপড়ে ফেলতে ইসরায়েলি দখলদার বাহিনী যে হিংস্রতা দেখাচ্ছে, তা জন্তুসুলভ নির্মমতা ছাড়া আর কিছু নয়।’

বিশ্ব সম্প্রদায়, বিশেষ করে আরব ও মুসলিম বিশ্বকে দায়ী করে তিনি বলেন, ‘এমন একটি ভয়াবহ মানবিক ট্র্যাজেডি চলতে দেওয়া তাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্বের পরিপন্থী।’

আন্তর্জাতিক মহলে গাজা সংকট নিয়ে যখন উদ্বেগ চরমে, জাতিসংঘ ও বিভিন্ন মানবিক সংস্থা যখন বারবার আসন্ন দুর্ভিক্ষের হুঁশিয়ারি দিচ্ছে, ঠিক সেই সময় এমন বিবৃতি দিলেন মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব।

הערות