রিজেন্ট টেক্সটাইলের এমডিসহ ৫ পরিচালকের শতকোটি টাকা জরিমানা

코멘트 · 9 견해

থমিক গণ প্রস্তাবের (আইপিও) অর্থ ব্যবহারে অনিয়ম করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইলের ব্যবস্থাপন

থমিক গণ প্রস্তাবের (আইপিও) অর্থ ব্যবহারে অনিয়ম করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচজন পরিচালককে শত কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

আজ বুধবার (২৩ জুলাই) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় জরিমানা করার এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনসভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এ তথ্য জানান।

আবুল কালাম জানান, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড আইপিও ফান্ডের ৮০ কোটি ১১ লাখ টাকা (অর্জিত সুদসহ) আইপিও সম্মতিপত্রের শর্ত ভঙ্গ করে তথা বিধিবহির্ভূতভাবে সহযোগী প্রতিষ্ঠান লিগ্যাসি ফ্যাশন লিমিটেডের ৯৯ শতাংশ শেয়ার অধিগ্রহণ/ক্রয়ে ব্যবহার করে। এর পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ায় রিজেন্ট টেক্সটাইলকে ৩০ দিনের মধ্যে ৯০ কোটি টাকা কোম্পানিতে ফেরত বা জমা দেওয়ার আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়। এই অর্থ ফেরত বা জমা দিতে ব্যর্থ হওয়ায় রিজেন্ট টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালকসহ কোম্পানির পাঁচজন পরিচালক ২০ কোটি টাকা করে ১০০ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। জরিমানা করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন- মো. ইয়াকুব আলী, মো. ইয়াসিন আলী, তানভীর হাবিব, মোশাররফ হাবিব এবং সালমান হাবিব (ব্যবস্থাপনা পরিচালক)

코멘트